খানজাহান আলী থানা প্রতিনিধি: খানজাহান আলী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, আলিম জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বর্ষিয়ান রাজনৈতিবীদ সরদার আব্দুল হামিদের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুম্মাবাদ মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শতশত মানুষের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
সরদার আব্দুল হামিদ যে স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি ছিলেন শেষ বিদায়ের সময় তাকে সেই স্কুল মাঠে জানাযার জন্য আনা হলে আগে থেকেই স্কুল মাঠে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলিম জুট মিলের শ্রমিক-কর্মচারীসহ সর্বস্থরের মানুষ তাকে শেষ বারের মতো দেখতে জমায়েত হয়। জানাযার পূর্বে মরহুম আ. হামিদের বড় ছেলে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বোরহানউদ্দিন সজিব জানাযায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তার পিতার জন্য ক্ষমা ও দোয়া চান। পরে জানাযার ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ সৈকত।
জানাযায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ড্ িএ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম সালাম, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, যোগিপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, ফুলতলা উপজলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ গাউছুল আযম হাদি, কৃষক লীগের মহানগর আহবায়ক এ্যা. শাহাজাহান কচি, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ৩৩নং ওয়ার্ড সভাপতি(ভারপ্রাপ্ত) কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্জ খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হক, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, মাষ্টার মনিরুল ইসলাম, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, গোলাম জিলানী মুন, লিটন হোসেন, এস এম বখতিয়ার পারভেজ, থানা আওয়ামী লীগ নেতা মাষ্টার শাহজাহান হাওলাদার, কামাল হোসেন, সেলিম রেজা, মনির সিকদার, ইউসুফ আলী খলিফা, মো. শাকিল আহমেদ, অলিয়ার রহমান রাজু, আবু নাঈম, শেখ মিজানুর রহমান, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, তরুন সমাজসেবক মো. ফয়সাল হোসেন, বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, ক্রিসেন্ট জুট মিলের সাধারন সম্পাদক হেমায়েত হোসেন, আলিম জুট মিলের সভাপতি সাইফুল ইসলাম লিটু, কুদ্দুস লষ্কর, রেজওয়ান রাজাসহ খুলনার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বর্ষিয়ান রাজনৈতিবীদ, বিশিষ্ট শিক্ষানুরাগি, প্রখ্যাত শ্রমিক নেতা ও সাবেক ইউপি সদস্য সরদার আব্দুল হামিদ গত ৩ নভেম্বর সন্ধা সাড়ে ৬টায় স্ট্রোক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
(8)