ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ খানজাহান আলী থানা বৃহত্তর বরিশাল সমিতির উদ্যোগে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মরহুম আঃ মালেক সহ সমিতির মৃত্যুবরণ করা সদস্যদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার আছরবাদ ফুলবাড়ীগেট আলীম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মোশারফ হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক থানা শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তৃতা করেন সোনালী জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, মোজাম্মেল হক, মোতালেব মুন্সি, নুর আলম, সাইদুর রহমান, জাকির হোসেন, রওশন আহমেদ, শাহ আলম শিকদার, জসিম মাষ্টার, শহিদুল ইসলাম খোকা, আঃ ওহাব। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন মাওলানা শামছুল ইসলাম।
(5)