খানজাহান আলী থানা প্রতিনিধি: খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে ফুলবাড়ীগেটে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছরবাদ খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্ত্বর থেকে শান্তির মিছিল বের হয়।
মিছিল পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশ থেকে আজ শনিবার ফুলবাড়ীগেটে শান্তির পথযাত্রার ঘোষনা দেওয়া হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট, মানিকতলা মাইলপোষ্ট এবং মীরেরডাঙ্গা পেট্টোলিয়াম সার্ভিস হয়ে ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশ খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ আল মামুনের সঞ্চালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফ্উান্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ই্উসুফ আলী খলিফা, খুলনা জেলা পরিষদের সদস্য ও খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক লীগের সাংগঠানিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু, যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম, মো আলামিন, মো. ইনছান, মো. রেজাউল, মো. হারান, মো. জসিম, মাওলা, মো. ইমরান, সাবেক ইউপি সদস মোস্তাক আহমেদ, হোসেন আলী হাওলাাদার, আল আমিন, মো. মনিরুল ইসলাম, মটরশ্রমিকলীগ নেতা খোকন মুন্সি, আব্দুস সালাম, যুবলীগ নেতা রুবেল, রাসেল, আবু তোহা রানা, মো. নিক্কন, বাপ্পি, মো. সোহেল, রেজাউল মোড়ল, মিরাজ হাওলাদার, আব্দুল কাদের, মো. ফজর, মো. মোর্শেদ, মো. কামাল, হায়দার, ইমন প্রমুখ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ থেকে আজ শনিবার শান্তির পথযাত্রার ঘোষনা দেন খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন।
(1)