খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খানজাহান আলী সাংবাদিক ফোরামের আলোচনা সভা শুক্রবার মাগরিববাদ শিরোমণিস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়।
খানজাহান আলী সাংবাদিক ফোরামের সভাপতি মিয়া বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর বিষ্ণুর পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি জাতীয় দৈনিক ডেল্টা টাইমসের ডুমুরিয়া প্রতিনিধিএম.ডি সরদার বাদশা, যুগ্ন সম্পাদক জাতীয় দৈনিক অগ্নিশিখার ফুলতলা উপজেলা প্রতিনিধি খান আতিকুর রহমান বাবুু, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালবেলা খুলনা ব্যুরো প্রধান তোফাজ্জেল হোসেন, সাংস্কৃতিক শেখ ইউসুফ আলী, কোষাধ্যক্ষ শেখ ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক দৈনিক ডেল্টা টাইমসের খুলনা ব্যুরো প্রধান মো. আলমগীর হোসেন, মো. আলী আকবার, ইব্রাহীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত হয়। সভায় গৃহীত সকল কর্মসৃচিতে সকল সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
(0)