খানজাহান আলী থানা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহ কমিটির জরুরী সভা গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার আসরবাদ খানাবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাতের সময় নির্ধারণ, ঈদগাহে অবস্থিত মুর্দার গোসলখানার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল পৌনে ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ঈদগাহ কমিটির সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক মো. এমলাক ঢালীর সঞ্চালনায় সভায় আলোচনা করেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক এস এম ইসহাক হোসেন, উপদেষ্টা মো. নজরুল ফকির, আলহাজ্জ হেমায়েত ঢালী, মো, আসছার শেখ, কমিটির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, যুগ্ন সম্পাদক শেখ আবু হায়াত, মো. গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ শেখ মো. জাবের উদ্দিন, সাংগঠনিক মো. রফিকুল ইসলাম, খন্দকার হাসান ইমাম জিতু, দপ্তর সম্পাদক মো. শফিউদ্দিন শফি, প্রচার সম্পাদক মো. তৈয়েবুর রহমান খান লিটন, ইমন শেখ, জুয়েল শেখ, নির্বাহী সদস্য মৌলফি ইদ্রিস আলী, হাফেজ মো. জুবায়ের উদ্দিন, হাফেজ আব্বাস উদ্দিন, মিরাজুল ইসলাম, শেখ আব্দুল কাদের. জাহাঙ্গীর ফকির, মাষ্টার শহিদুল ইসলাম, ফারুক হোসেন, ফিরোজ আহমেদ খান, ইউপি সদস্য মো. মামুন শেখ।
জরুরী সভায় ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহের আওতাভুক্ত চারটি মসজিদের ইমাম, ঈদগাহ কমিটির সদস্য ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
(1)