পাকিস্তানে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের
করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। একপ্রান্ত আগলে রেখে ৩৯ রান করেন আয়শা রহমান। অষ্টম উইকেটে নিগার সুলতানা ও রিতু মনির ৪৭ রানের জুটিতে ১২৩ রানের পূঁজি পায় বাংলাদেশ। রিতু ২৮ ও নিগার অপরাজিত ৩০ রান করেন। ৭ রানে ৪ উইকেট নেন আনাম আমিন। জবাবে, বিসমাহ মারুফের ৪১ ও মেরিনা ইকবালের ৩১ রানে ৬৯ বল বাকি থাকতে সহজ জয় পায় পাকিস্তান।
(0)