খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনে যাওয়া ভয়ের; তাই দ্রুত মামলা নিষ্পত্তি করতে চায় সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
বেগম জিয়ার অষ্টম কারামুক্তি দিবসের আলোচনায় তারা বলেন, মামলার রায়ও ঠিক করা আছে। অনুষ্ঠানে বক্তাদের কেউ কেউ বলেন, সরকার দলীয়
শনিবার বিকেলে ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। বক্তাদের কথায় ওঠে আসে দলের বর্তমান অবস্থা নিয়ে আত্ন সমালোচনা, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চলমান মামলা সহ সাম্প্রতিক সময়ে শিক্ষক ও ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়। ড. জাফলুল্লাহ চৌধুরীর মতে, দলের অবস্থা নিয়ে এখনই উপলব্ধি না হলে কারা মুক্তি দিবস পরিনত হবে আত্নহত্যা দিবসে।
বিএনপির থিংক ট্যান্ক এমাজ উদ্দিন আহমদ বলেন, বেগম জিয়াকে সামনে রেখে নির্বাচনে যাওয়া সরকারের জন্য ভয়ের। তাই দ্রুত মামলা নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে সরকার। একই মত স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়েরও।
ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের মতে, দূর্নিতির টাকায় পকেট ভরে দেশের সকলের পকেট ভরা মনে করছে সরকার। তাই শিক্ষা ব্যবস্থায় ভ্যাট দিতে দ্বিধা করেনি তারা।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও সুশাসণ প্রতিষ্ঠা করতে সরকার বিরোধী আন্দোলনে তরুণদের এগিয়ে আসারও আহ্বান ছিল সবার কন্ঠে।
(2)