খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার (ছাত্র-ছাত্রী) উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় আমরা ফাইনালে উন্নীত হয়েছি।
ইতোমধ্যে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতাও সম্পন্ন হয়েছে। আজ ভলিবল প্রতিযোগিতা শুরু হলো। ফলে বিশ্ববিদ্যালয়ে খেলাধূলা জোরদার হয়েছে। তিনি ক্রিকেটের মতো ভলিবল প্রতিযোগিতায়ও নৈপূণ্য অর্জন করে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জয়লাভের আশা প্রকাশ করেন। একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে তিনি ধন্যবাদ জানান। পরে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিন প্রধান এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত), শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে ছাত্রদের ৭টি এবং ছাত্রীদের ২টি খেলা অনুষ্ঠিত হয়।
(0)