খুলনায় ইউনাইটেড রূপসা স্কুল ৯২ এর বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা এপ্রিল) বাদ আছর নগরীর মতিয়াখালি এলাকার আলেয়া তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনাইটেড রূপসা স্কুল ৯২ এর সদস্য আশফাকুজ্জাহান লিংকন গত ১৯ মার্চ পদ্মা সেতু এক্সপ্রেস ওয়ের সড়ক দূর্ঘটনায় নিহত হন।
তার রূহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, আলেয়া তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম মুন্না এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন এসএম ইব্রাহিম খলিল। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন আলহাজ¦ মোঃ মেহেদী হাসান খোকন, মোঃ হুমায়ুন কবির ফারুক, মোঃ গিয়াসউদ্দিন মিঠু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ খান আব্দুস সবুর, মোঃ রবিউল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন, সৈয়দ গোলাম কবীর, বাবুল ঘোষ নিক্সন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আলেয়া তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুপার মুফতি আব্দুল আলীম গওহারী।
(4)