সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়নকে সামনে রেখে রবিবার (১৬ জুলাই) ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিওন বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করেছে।
এ উপলক্ষে র্যালি, রচনা প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা, সফল উদ্যেক্তার জীবনকাহিনী উপস্থাপনের আয়োজন করা হয়।
ইউসেপ খুলনা রিজিওন রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক।
এসময় উপস্থিত ছিলেন হেড অব টিভিইটি ইন্সটিটিউট খন্দকার তুহিন আলী, টিম লিডার-সোশ্যাল ইনক্লুশন মোঃ আবু তাহের, টিম লিডার-ডিসেন্ট এমপ্লয়মেন্ট নাসরিন আক্তার, হেড অব টেকনিক্যাল স্কুল বিশ্বাস মোক্তারুজ্জামান। অনুষ্ঠানে ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইন্সটিটিউটের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আইনাল হক বলেন, জীবনের লক্ষ্য অর্জনের জন্য দক্ষতা প্রশিক্ষণ খুবই দরকার। তিনি দক্ষতা সম্পন্ন লোকের বিদেশে কাজ করার সুযোগ ও অদক্ষ লোকের অসুবিধা নিয়ে আলোচনা করেন। জীবনে চলার সকল ক্ষেত্রে দক্ষতা প্রয়োজন এটার উপর গুরুত্ব দেন তিনি।
তিনি ইউসেপ বাংলাদেশ খুলনার অনুষ্ঠান দেখে খুশি হন এবং প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ শেষে চাকুরীতে যেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, চাকুরী করার জন্য নয় বরং চাকুরী দেয়ার জন্য কারিগরী প্রশিক্ষণ নিতে হবে।
জাতিসংঘ ঘোষিত এই দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের তরুণদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা। যুগোপযোগী দক্ষতা উন্নয়নের মাধ্যমেই যুব সমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হতে পারে।
যুব-যুবাদের দক্ষতার বিষয়ে তাদের সচেতন করা, আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা ও কর্মসংস্থানের পথ নির্দেশনা প্রদান করার ক্ষেত্রে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
(28)