কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের কেসিসি’র ৩১ নং ওয়ার্ডের বোখারীয়া পাড়া সোস্যাল ল্যাবের ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপরে কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের কনফারেন্স হল রুমে ডায়লগ অনুষ্ঠিত হয়।
ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জার্মান দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়ন করছে কারিতাস খুলনা অঞ্চল। এ ডায়ালগ চলাকালিন উপস্থিত হন সমাজসেবা মন্ত্রণালয়ের উপ সচিব জাহান আরা, প্ল্যানিং কমিশনের উপ সচিব তাহমিনা জাকারিয়া, ইআরডি’র উপ সচিব মোঃ হাসান, আইএমইডি’র পরিচালক মোঃ কামাল হোসেন তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ কামরুজ্জামান, ইউএমআইএমসিসি’র সমন্বয়কারী আতিয়ার রহমান, খুলনা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন এবং কারিতাস খুলনা রিজিওনের পরিচালক দাউদ জীবন দাস।
উক্ত ডায়ালগে সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু। ডায়ালগে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সির রেক্সনা কালাম লিলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাজিয়া আফরিন সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ বদিউল আলম, সাংবাদিক আসাফুর রহমান কাজল, সমাজ সেবা অধিদপ্তরের শামিমা আক্তার, কারিতাসের রেবেকা স্নিগ্ধা বাড়ৈ ও রেনাতা মিস্ত্রী, সিডিসির সাথী আক্তার, অন্তরা বেগম প্রমুখ। ডায়ালগে কেসিসির ৩১ নং ওয়ার্ডেরে বোখারিয়া পাড়ার চলমান সমস্যাগুলি তুলে আনা হয়। বর্তমান সমস্যা ডেঙ্গু পরিস্তিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বৃক্ষরোপণ বিষয়েও আলোচনা করা হয়।
ডায়ালগে আগত অতিথিবৃন্দরা সোশ্যাল ল্যাবের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের কাছে তাদের অভিজ্ঞতা, সমস্যা এবং আগামী দিনের পরিকল্পনা জানতে চান। পরে অতিথিবৃন্দ তাদের নিজেদের মতামত এবং কমিউনিটি সোশ্যাল ল্যাবের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
(17)