খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ৩১ নং ওয়ার্ডে কমিউনিটি সোস্যাল ল্যাব প্রকল্পের বোখারিয়াপাড়া সোস্যাল ল্যাবের ডায়ালগ-৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) বেলা ১১টায় খুলনা কারিতাস মিলনায়তনে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সোস্যাল ল্যাব প্রকল্পটি ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জার্মান দাতা সংস্থার অর্থায়নে কারিতাস খুলনা অঞ্চলিক অফিস বাস্তবায়ন করছে।
ডায়ালগে সভাপতিত্ব করেন কেসিসি’র ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু। ডায়ালগে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা আলবিনো নাথ।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আলম, সমাজ সেবা অধিদপ্তরের শামিমা আক্তার, সাংবাদিক আসাফুর রহমান কাজল, লাজ ফার্মা’র রাজিবুুল ইসলাম, ইসলভ ইন্টারন্যাশনালের পপি আক্তার সুইটি, কারিতাসের রেবেকা স্নিগ্ধা বাড়ৈ, সিডিসি’র বিউটি বেগম, রওশন আরা, নাসিমা বেগম, নুরুন্নেসা খানম অন্তরা, সাথী বেগম, কাউয়ুম খলিফাসহ বোখারিয়াপাড়ার স্থানীয় ভলেন্টিয়ার ও সিডিসি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ডায়লগের সিদ্ধান্ত অনুযায়ি এদিন লাজ ফার্মার সৌজন্যে বোখারিয়াপাড়ার ৬০ জন কিশোরীকে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়।
(25)