‘এলাকার সমস্যা চিহ্নিত করে তার সমাধানে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। এলাকার উন্নয়নে সরকারি এবং বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।’
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত নগরীর ৩১ নং ওয়ার্ডের বুখারী পাড়া কমিউনিটি সোস্যাল ল্যাব ডায়ালগ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠু। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জার্মান দাতা সংস্থার অর্থায়নে কমিউনিটি সোস্যাল ল্যাব প্রকল্পের আওতায় এ ডায়লগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর রেবেকা স্নিগ্ধা বাড়ৈ। ডায়ালগ অনষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন খুলনা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী, সাংবাদিক আসাফুর রহমান কাজল, সিডিসি নেত্রী রহিমা বেগম, রওশনা আরা বেগম, নাসিমা বেগম, হুমায়রা আক্তার লিজা, অন্তরা বেগম, সাথী বেগম, পপি আক্তার, সমাজ সেবক মোঃ মাহাবুব জমাদ্দার, মোঃ কাইয়ুম হোসেন প্রমুখ।
(19)