নগরীতে ডায়াবেটিসের নিয়োন্ত্রণ ও প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে জনসচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের সামনে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
বেসরকারি কনসালটিং আদ্রিতা ভিজ্যুয়াল লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত প্রচারণায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
আদ্রিতা ভিজ্যুয়াল লিমিটেডের মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, চিকিৎসক, মিডিয়া কর্মী ও অংশীজনসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সচেতনামূলক লিফলেট এবং টি-শার্ট বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ডায়াবেটিস বিষয়ক সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে গান পরিবেশন করা হয়।
দেশবাপি ডায়াবেটিস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
(17)