পবিত্র মাহে রমজানে এসএসসি/সমমান বন্ধু সমাজ ৯৩ উদ্যোগে ইফতার মাহফিল ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) নগরীর বয়রা পিডাব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের ইশমাম মিলনায়তনে এ ইফতার মাহফিল ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়।
বন্ধু সমাজ ৯৩ এর তাহেরা খাতুন আপেল বিশ্বাস’র সভাপতিত্বে এবং রুহুল আমিন সাজু ও মোঃ ইসমাইল হোসেন বাবু’র উপস্থাপনায় ইফতার পরবর্তী ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত বন্ধু সমাজের বন্ধুরা স্কুল এবং কলেজ জীবনের স্মৃতিচারণ, হাসি, আড্ডায় মিলিত হয়।
উভয় অনষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু সমাজ ৯৩ এর মোঃ আবুল আজাদ, শাহ আলম সবুজ, মোঃ হারুন অর রশিদ, মোঃ শাহরিয়ার, এসএম মাসুদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, অ্যাড. শাম্মি আক্তার, স্মৃতি বিশ্বাস, বিউটি পারভিন, হাসান মাহমুদ, মোঃ কামরুজ্জামান তাপস, জেসমিন সুলতানা, রিতা আক্তার, রুমা আক্তার, শিউলী ইসলাম, মোঃ কাফি, মোঃ নাসিম, মোঃ রবিউল ইসলাম, লাইজু আক্তার, মিজুনুর রহমান, লিমু, পিয়াসা, রিজভী, রেজাউল করিম, সোমনাথ, গাজী শরীফুল, সুজন, সগীর প্রমুখ।
(41)