খুলনায় ভ্যাট ও কর আইন-২০২৩ বিষয়ের উপর দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) দুপুরে কর অঞ্চল খুলনার মিলনায়তনে এ প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ট্যাক্স ট্রেইনিং ইন্সটিটিউট (বিটিটিআই) এর সহযোগিতায় এবং খুলনার থ্রি এফ অ্যাসোসিয়েটস লিমিটেড’র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনের শেষ দিনে প্রশিক্ষক ছিলেন কর অঞ্চল খুলনার সহকারি কমিশনার নুসরাত ফারজানা।
রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল খুলনার কমিশনার মোঃ সিরাজুল করিম। সমাপনি অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ট্যাক্স ট্রেইনিং ইন্সটিটিউট (বিটিটিআই) এর সিইও এবং ব্যাবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থ্রি এফ অ্যাসোসিয়েটস লিমিটেড’র সিইও ইফতেখার আলম, নির্বাহী পরিচালক নাহিদ মাহমুদ সৈকত, মোল্লা কামাল হোসেইন, পরিচালক আযম হোসেইনসহ খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকার আয়কর আইনজীবী এবং বিভিন্ন কোম্পানির উপদেষ্ঠাবৃন্দ।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কর অঞ্চল খুলনার কমিশনার মোঃ সিরাজুল করিম প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
(21)