খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বাদ আছর স্থানীয় আল আমিন মসজিদ প্রাঙ্গনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন সোশ্যাল সেড’র সভাপতি মোঃ হেলাল আক্তার এবং সভা পরিচালনা করেন সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক সৈকত শেখ।
সভায় সম্মানিত অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন অ্যাড আইয়ুব আলী শেখ (জিপি) লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক, কেসিসি’র ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, আল আমিন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সাফায়েতুল ইসলাম, লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম, আল আমিন জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম, সোশ্যাল সেড’র উপদেষ্ঠা মোঃ রফিকুল ইসলাম, বদরুল ইসলাম খোকা, সোশ্যাল সেড’র সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি মোঃ শেখ রাসেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আসাফুর রহমান কাজল।
খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল’র অর্থায়নে এবং ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু’র তত্ত্বাবধানে নগরীর ৩১ নং ওয়ার্ডের বড়খাল পাড়, মোজাহিদ পাড়া, মতিয়াখালি মেইন রোড় এলাকার নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। আর ওই সিসি ক্যামেরাগুলো তদারকি করবে সোশ্যাল সেড।
(22)