মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক টি এম জাকির হোসেনসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
চারজনই শিক্ষা ক্যাডারের। সাত বছর আগে যশোর উপ-শহর আলিম মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ভুল তদন্ত করে বরখাস্ত করার অভিযোগ রয়েছে জাকির গংদের বিরুদ্ধে।
জাকির হোসেন ২০০৯ থেকে একই পদে কর্মরত। তার বিরুদ্ধে আর্থিকসহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও তিনি শাস্তির বদলে স্বপদে বহাল রয়েছেন কোন এক অজানা ক্ষমতার প্রভাবে। ক’দিন আগে তাকে খুলনার পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। জাকির গংদের রক্ষা করতে সাবেক এপিএস তৎপর বলে জানা গেছে।
অভিযুক্ত অপর কর্মকর্তারা হলেন : ড. এনামুল হাই, এস এম রেজাউল করিম ও সিদ্দিকুর রহমান। সূত্র: দৈনিক শিক্ষা।
-জয়নাল ফরাজী, খুলনা
(1)