তালার খেলোয়াড় কল্যাণ সমিতি টূর্নামেন্টের আয়োজন করে। সাতক্ষীরা জেলা পরিষদ’র প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে টূর্নামেন্টের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল্লাহ হাবিব, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, সাস পরিচালক শেখ ইমান আলী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে এসময় আ.লীগ নেতা পি.এম. গোলাম মোস্তফা, ক্রীড়া সংগঠক সৈয়দ জুনায়েদ আকবর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাজী আমিনুল হক আফরা, সদস্য ও ক্রীড়া সংগঠক মীর কাইউম ইসলাম ডাবলু, হাবিবুর রহমান হাবিব, কাজী মোামিনুল বারী চান্টু, উপজেলা যুকলীগের আহবায়ক সরদার জাকির হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরদার কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, শিক্ষক মো. নূর ইসলাম ও মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে, খুলনার রূপক স্মৃতি ফটবল একাদশ’র প্রতিপক্ষ হিসেবে একই শহরের হরিপদ বেকহ্যামের সেন্ট মেরী স্পোটিং ক্লাব খেলায় অংশগ্রহন করে। ঢাকা, যশোর, খুলনা ও সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সেরা খেলোয়াড়দের অংশগ্রহনে খেলাটি উপভোগ্য হয়ে ওটে। উভয় দলের আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে সেন্ট মেরী স্পোািটং ক্লাবের পক্ষে সাব্বির প্রথম গোল করে নিজ দলকে এগিয়ে নিয়ে যায়। ১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হবার পর খেলার দ্বিতীয়ার্ধে একই ক্লাবের সিদ্দিক একটি দর্শনীয় গোল করলে সেন্ট মেরী স্পোটিং ক্লাব ২-০ ব্যবধানে এগিয়ে যায়। খেলার শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় সেন্ট মেরী স্পোাটিং ক্লাব ২-০ ব্যবধানে রূপক স্মৃতিকে পরাজীত করে সেমি ফাইনালে পৌছে যায়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(12)