এদিকে তৈয়েবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতাল ও নগরীর কয়লাঘাট রোডের বাসভবনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। তৈয়েবুর রহমান টানা তিনবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে ১৭ বছর ১০ মাস দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এই নেতার স্ত্রী লায়লা রহমান জানান, গত ১৭ অক্টোবর তিনি ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হলে তার ডানপাশ দুর্বল হয়ে পড়ে। এরপর তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে তার কিছু পরে তিনি মারা যান।
(1)