বিভাগীয় কমিশনার প্রতিটি সরকারি অফিসকে পাবলিক সার্ভিস ডে তে নিজ নিজ দায়িত্ব পালনে নতুন করে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, সরকারি সেবা গ্রহণে জনগণকে সচেতন করতে বেশি বেশি তথ্য প্রচারে সবাইকে উদ্যোগী হতে হবে। জনসেবাকে অর্থবহ করতে হলে সরকারি তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কাজ বা¯তবায়ন সুনির্দিষ্ট হতে হবে। সরকারি সেবা সহজলভ্য করার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আবহান জানান।
সভায় খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় খুলনার সকল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পাওয়ার পয়েন্টে তারা অফিসের কার্যক্রম তুলে ধরেন।
সকাল নয়টায় বিভাগীয় কমিশনার জিলা হল প্রাঙ্গনে খুলনা বিআরটিএ’র পক্ষ থেকে আয়োজিত সেবা মূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
বিভিন্ন সরকারি অফিস এ দিনে তাদের কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এসবের মধ্যে কৃষি তথ্য সার্ভিসের কৃষকদের মাঝে তথ্য সরবরাহ, শুল্ক বিভাগের সেবামূলক কার্যক্রমের প্রদর্শনী এবং কর বিভাগের করের হার সম্পর্কে জনগণকে ধারণা প্রদান করে। এছাড়া মহিলা বিষয়ক অফিস প্রাঙ্গণে ক্ষুদ্র নারী শিল্পোদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়।
(3)