খুলনায় আলহাজ¦ আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরীর জোড়াগেট এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান তাহেরা খাতুন আপেল বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাবু, যুগ্ন সম্পাদক এসএম মাহমুদ আলী নান্নু, নির্বাহী সদস্য আনোয়ারুল হক স্বাধীন, সুইটি বিশ্বাস, মোঃ শওকত হোসেন, রাজিয়া সুলতানা, এএসএম তরিকুল ইসলাম নিউটন, আবু সালেহ মোঃ আবু হাসান প্রমুখ।
সভায় আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের নিবন্ধন সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট সংগঠনের চেয়ারম্যান তাহেরা খাতুন আপেল বিশ্বাসের হাতে তুলে দেয়া হয়। শেষে সকলের উপস্থিতিতে বিশেষ দোয়া করা হয়।
(19)