শনিবার সন্ধ্যায় উপজেলার মহিষদিয়া এলাকা থেকে দিঘলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের মোস্তফা শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার (ওসি) মো. রবিউল হোসেন জানান, মহিষদিয়া গ্রামের ওই গৃহবধূর স্বামী তাকে গ্রামে রেখে ঢাকায় চাকরিতে যান। গত ১ অক্টোবর বিকালে তিনি একই গ্রামে ফুফুর বাড়ি থেকে ফেরার পথে সোহান শিকদার তুলে নিয়ে স্থানীয় হাসিবুরের বাড়িতে ধর্ষণ করে।
ওই গৃহবধূ বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার পিতা শনিবার ধর্ষক সোহান ও সহযোগী হাসিবুরকে আসামি করে মামলা দায়ের করেন। পরে সোহনকে পুলিশ সন্ধ্যায় গ্রেফতার করে।- ব্রেকিংনিউজ
(1)