বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, ডেল বাংলাদেশ-এর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার রামেল মাহমুদ, খুলনা প্রেসক্লাব সভাপতি মকবুল হোসেন মিন্টু, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম, খুলনা ব্যবসায়িক সমিতির আহ্বায়ক রিয়াজ উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কম্পিউটার সোর্সের প্রডাক্ট ম্যনেজার রাশেদ জামান, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মোল্ল্যা মাকসুদ হাসান, স্মার্ট কম্পিউটার খুলনা শাখা ব্যবস্থাপক সরদার মুরাদ হোসেনসহ ডেলের স্থানীয় পার্টনার ও ডিস্ট্রিবিউটরবৃন্দ।
এ সার্ভিস ক্যাম্পেইন ৭ জানুয়ারী বৃহষ্পতিবার রাত ৮টা পর্যন্ত চলবে। সার্ভিস ক্যাম্প-এ গ্রাাহক সেবা ছাড়াও আরও থাকবে গেমিং, কুইজ প্রতিযোগীতা ও সেমিনার অনুষ্ঠান।
(7)