খুলনা নাট্য নিকেতনের আয়োজনে মঞ্চস্থ হলো আব্দুল্লাহ আল মামুন রচিত বহুল জনপ্রিয় নাটক মেরাজ ফকিরের মা। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ নাটক মঞ্চায়ন করা হয়।
নাটকটি মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম, খুলনা জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা নাট্য নিকেতনের সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগম।
দীর্ঘদিন পর খুলনায় নাট্য নিকেতনের আয়োজনের মঞ্চায়িত এ নাটক দেখতে শিল্পকলা একাডেমীতে ছিলো দর্শকদের উপচেপড়া ভিড়। সন্ধ্যার পরপরই হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নাটকের কাহিনি গড়ে উঠেছে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। জন্মের ৩৯ বছর পর আকস্মিকভাবে মেরাজ জানতে পারে তার গর্ভধারিণী মায়ের ধর্ম আর তার ধর্ম এক নয়। ধর্মের ভিন্নতার কারণে ছেলে কি অস্বীকার করতে পারে তার মাকে? মানবিক সম্পর্ক আর বাহ্যিক আচার সর্বস্ব সম্পর্ক-দুইয়ের মধ্যে কোনটির সঙ্গে রয়েছে নাড়িছেঁড়া টান? এমনি সব প্রশ্নের উত্তর খোঁজা এবং মানবের স্বরূপ প্রকাশের চেষ্টা হয়েছে নাটকটিতে।
সরদার ইলিয়াস হোসেনের পরিচালনায় খুলনা নাট্য নিকেতেনের শিল্পীরা এ নাটকটি মঞ্চায়ন করেন। নাটকটির কেন্দ্রীয় চরিত্র মেরাজ ফকিরের চরিত্রে নেয়ামুল হোসেন কচি, তার মা আলোবিবি চরিত্রে বিলকিস আরা পাখি, মোজাহের মন্ডল চরিত্রে অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, গেদা ফকির চরিত্রে শেখ সিরাজুল ইসলাম অভিনয় করেন। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন অনুরুদ্ধ বাহাদুর, শেখ ইউনুস আলী, সিরাজুল হক হিরা, নাসির জবেদ, মো: নিটল, আলমগীর হোসেন বাবু, রাজিয়া সুলতানা শিল্পী, রহিমা খাতুন শান্ত, বাবু অজিত, সংকর কুমার, শিশু শিল্পী সুয়াতুর রাহীম আবির প্রমুখ।
(5)