সনাক খুলনার সহ-সভাপতি জনাব শেখ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনার সিভিল সার্জন ডা: মো: ইয়াছিন আলী, সনাক সদস্য শামীমা সুলতানা শীলু, মনোয়ারা বেগম, ইঞ্জিনিয়র আজাদুল হক, স্বজন সদস্য জেসমিন জামান, এস কে সাহা, খুলনার জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. উৎপল চন্দ, ডা. মুস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা: মো: শরাফাত হোসাইন, ডেপুটি নার্সিং সুপারেন্টেন্ড শামীম আরা বেগম, মতবিনিময় সভার শুরুতে সনাক খুলনা’র জরিপকৃত বেজলইনের খসড়া প্রতিবেদন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া সিদ্ধান্ত গৃহীত হয়, অবিলম্বে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সাথে সভা আয়োজন, সনাক’র সহযোগিতায় বিভিন্ন স্থানে নির্দেশনা চিহ্ন স্থাপন, তথ্যবোর্ড হালনাগাদকরণ, ঔষধের তালিকা স্থাপন, সিটি কর্পোরেশনের সাথে আলোচনায় পরিচ্ছন্ন কর্মীর জন্য সুপারিশ প্রদান, ইত্যাদি। সনাক খুলনা’র পক্ষ থেকে এসময় হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তার নামের বোর্ড সিভিল সার্জনের হাতে প্রদান করা হয়।
সেবা সম্পর্কে বলা হয় হাসপাতালের বিভিন্ন সেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা আগের তুলনায় অনেক বেড়েছে। ডাক্তার ও নার্সদের ব্যবহারে সেবাগ্রহীতাদের সন্তুষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আলোচনায় বর্তমান বাস্তবতায় বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন।
আলোচনায় বেরিয়ে আসে হাসপাতালটিতে জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ১৫০ শয্যার হাসপাতাল হলেও ১০০ শয্যার জনবল নিয়ে কাজ করতে হচ্ছে। মেডিকেল অফিসারদের রোগী দেখার কক্ষ জরাজীর্ণ অবস্থা, আউটডোর ডাক্তারদের বাথরুম নেই। পুরাতন ও পরিত্যক্ত ভবন গুলো ভেঙ্গে নতুন করে তৈরি করলে অবকাঠামোগত সমস্যার কিছুটা সমাধান হবে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়। সভায় জনস্বার্থে আশু পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মতবিনিময় সভায় গণপূর্ত বিভাগ খুলনা ও সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
(4)