জন দীর্ঘ মেয়াদী করদাতাকে নির্বাচিত করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনসহ প্রত্যেক জেলায় ৩ জন সর্বোচ্চ ও ২ জন দীর্ঘ মেয়াদী করদাতা সম্মাননা পাচ্ছেন। এদিকে, খুলনা কর অঞ্চলের আওতায় ২২টি সার্কেলে চলতি অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৩শ’ কোটি টাকা বেড়ে এক হাজার ৪২৫ কোটি টাকা দাঁড়িয়েছে। গেল বছরে ২০১৪-২০১৫ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১২০ কোটি টাকা, আর আদায় হয়েছে ৯৩৭ কোটি টাকা।
খুলনা কর অঞ্চলের প্রধান কার্যালয় সূত্র জানায়, খুলনা বিভাগের ১০টি জেলা নিয়ে খুলনা কর অঞ্চল গঠিত। এ কর অঞ্চলের আওতায় ২২টি সার্কেলে ২ লাখ ৩৪ হাজার ৩৪ জন করদাতা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে খুলনা কর অঞ্চলের উদ্যোগে আয়কর দিবস ও আয়কর মেলার আয়োজন করা হয়েছে। আয়কর দানে উৎসাহ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ নৌ-বাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হল প্রাঙ্গণে আগামী ১৬- ২২ সেপ্টেম্বর ৭ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, মানুষকে আয়করদানে গণসচেতনতা সৃষ্টি ও উৎসাহ প্রদানের লক্ষে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মাননা ও ক্রেস্টের জন্য নির্বাচিতরা : খুলনা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ তহিদুল ইসলাম আজাদ, এস এম আজিজুল আলম ও মোঃ আব্দুল হামিদ সরদার এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, শেখ এবাদুল্লাহ ও নির্মল চন্দ্র কংস বণিক। খুলনা জেলার (সিটি কর্পোরেশন ব্যতীত) সর্বোচ্চ করদাতারা হলেন বটিয়াঘাটা উপজেলার মোঃ শামীম আহসান, জিয়াউল আহসান ও তেরখাদা উপজেলার এস এম সালাউদ্দিন এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, রূপসা উপজেলার শেখ মোহাম্মদ আলী ও পাইকগাছা উপজেলার বিমল কৃষ্ণ বাছাড়। সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, আল ফেরদাউস, মোঃ জাহিদুল ইসলাম ও কল্যাণ বসু এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, এস এম গোলাম বারী ও মোঃ আফাজ উদ্দিন।
বাগেরহাট জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ শেখ জাবেদ আলী, তাপস কুমার সাহা ও কাজী মিরাজুল ইসলাম এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, ননী গোপাল কুন্ডু ও শেখ নুরুল ইসলাম খোকা। যশোর জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন সদর এলাকার মোঃ আবু নাসের সরকার, মোঃ আবুল কালাম সরকার ও মোঃ মইনুল আলম টুলু এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, চিন্ময় সাহা ও আলী রেজা রাজু। কুষ্টিয়া জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ মজিবর রহমান, মোঃ পারভেজ রহমান ও সেলিমা বেগম এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, হাজী মোঃ রবিউল ইসলাম ও মোঃ আকবর আলী।
মাগুরা জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন সৈয়দ মোস্তাফিজুর রহমান, মোঃ নাদিরুজ্জামান ও সুপ্তি হক এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, আবুল হোসেন ও অচিন্ত্য কুমার কুন্ডু। নড়াইল জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ ওয়াহিদুজ্জামান, এস এম রেজাউল আলম ও মোঃ গিয়াস উদ্দিন খাঁন এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, প্রবীর কুমার সাহা ও দেব কুমার সাহা। ঝিনাইদহ জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ বদিউজ্জামান, খোন্দকার সাখাওয়াত হোসেন ও শামীম হোসেন এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, সঞ্জয় কুমার রায় চৌধুরী ও মোঃ এনামুল হক।
চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন দিলীপ কুমার আগরওয়ালা, সবিতা আগরওয়ালা ও মোঃ হারুন অর রশীদ এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, মোঃ আওরঙ্গজেব মোল্লা ও মোঃ হাবিল হোসেন জোয়ার্দ্দার। মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুস সামাদ বিশ্বাস ও মোঃ নাদিম ইকবাল এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, মোঃ মোয়াজ্জেম হোসেন ও মোঃ গিয়াস উদ্দিন।
খুলনা বিভাগের প্রতিটি জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। আর প্রথমবারের মতো এ বছর যশোর ঝিকরগাছা, নওয়াপাড়া, ঝিনাইদহের কালীগঞ্জ, কুষ্টিয়ার ভেড়ামারা, বাগেরহাটের মংলা ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ২ দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় এসে নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন কার্যক্রম ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন, চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমা, হেল্প ডেস্কে রিটার্ন পূরণের সহায়তা, সোনালী ও জনতা ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর পরিশোধ সুবিধা, আয়কর অধিক্ষেত্র তথ্য প্রদান, আয়কর আইন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টারের সুবিধা প্রদান করা হবে।
(1)