লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি চর্চা সহ তাদের সুকুমার বৃত্তির উম্মেষ ঘটাতে সম্ভব সব রকম অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। এ সকল সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
ভারপ্রাপ্ত মেয়র মঙ্গলবার সকাল ১০টায় কেসিসি’র পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে আরো আন্তরিকতার সাথে স্বীয় দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক জি এ মকবুলার রহমান, সহকারী শিক্ষক এ এ এম মোস্তাফিজুর রহমান, ছাত্রীদের পক্ষ থেকে হেমা আক্তার ইভা, সৈয়দা লামিয়া নাসরীন রিচি প্রমুখ বক্তৃতা করেন।
স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক দীনা ওয়াদিয়া এবং মানপত্র পাঠ করেন শিক্ষার্থী প্রকৃতি আহমেদ। পরে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করা হয়।
(8)