পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ এর মটর সাইকেল প্রতীকের পক্ষে পাইকগাছার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানরা।
রোববার বিকালে উপজেলা সদরের জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড, পৌরসভা ও পৌর বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়। এ সময় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ হারুনুর রশীদ এর মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য তাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, যুবনেতা তিরুনাথ বাছাড়, জয়ন্ত, দিনার সানা ও মিনারুল ইসলাম।
(4)