এসডিজি ফোরামের নেতাদের খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন-এর সাথে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রূপান্তর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন- এর সঞ্চালনায় গণশুনানীর প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন রূপসা উপজেলা থেকে সদস্য সচিব মোঃ জুলফিকার আলী, যুবনেত্রী সাইমা ফেরদৌসী, নারীনেত্রী মাধুরী সরকার, তেরখাদা উপজেলা থেকে এজিএম বাসিতুল হাবিব প্রিন্স, ফুলতলা উপজেলা থেকে প্রধান শিক্ষক মনিরা পারভীন ও তাপস কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা থেকে প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় ও সাংবাদিক এস,এম মামুনুর রশিদ, পাইকগাছা উপজেলা থেকে সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। গণশুনানী চলাকালীন সময়ে মাননীয় জেলা প্রশাসক জনাব হেলাল হোসেন সকলের কথা শোনেন এবং সকল প্রশ্নের উত্তর দেন।
গণশুনানীতে অংশগ্রহণ করেন খুলনা জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ পপি ব্যানার্জী, সেলিনা আক্তার পিয়া, সুতপা বেদজ্ঞ, সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, দুলালী মজুমদার, হিরন্ময় রায়, রিমন রায়, প্রমিলা সরদার, শেখ মনিরুল ইসলাম, জেসিকা সুলতানা, মোঃ বজলুল রহমান, কৃষ্ণা চক্রবর্তী, মোনালিসা, ফারহানা আফরোজ মনা, মোঃ নাহিদুজ্জামান খান, সুমিত্রা হালদার, মোঃ ইমরাজ হোসেন, শক্তিপদ বিশ্বাস, বিউটি মন্ডল, মাধুরী সরকার, রিমা খানম, শচীন্দ্রনাথ মন্ডল, তাহমিনা বেগম, এস,এম মামুনুর রশিদ, বৃষ্টি সাহা, এস,এম সাইফুল ইসলাম, রাজীব কুমার দাস, আবু জাফর সরদার, নার্গিস পারভীন, কামরুল ইসলাম, চৈতালী মল্লিক, এমডি বায়োজিদ শেখ, মোঃ আজমীন, খোকন মোল্ল্যা, সাদিয়া জেরিন মৌরি, মৃণাল কান্তি মন্ডল, এমডি ইমরান হোসেন, প্রমিলা বালা ঢালী, শরিফুল ইসলাম ও রেখা বেগম।
গণশুনানীকালে এসডিজি প্রকল্প থেকে রূপান্তর কার্যালয়ে উপস্থিত ছিলেন টিম লিডার শেখ জার্জিস উল্লাহ, প্রকল্প সমন্বয়ক এস,এম মঞ্জুরুল ইসলাম, মনিটরিং অফিসার ফারাহ বি তাবাসসুম, প্রজেক্ট অফিসার বিপুল রায়, গোলাম মোস্তফা, ধনঞ্জয় সাহা বাপি, মাসুদ রানা, ফ্যাসিলিটেটর ফাতেমা-তুজ-জোহরা ও তাসলিমা তাবাসসুম।
(36)