সভায় পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, হাট এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদারকরণ, জাল নোট সনাক্তকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বিভিন্ন ব্যাংকের সমন্বয়ে ২টি বুথ স্থাপন, নদীর ঘাটে নৌযান থেকে পশু নামানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, মানবদেহের জন্য ক্ষতিকর হরমোন ও স্টরয়েড প্রয়োগকৃত পশু সনাক্ত করে তা বিক্রি বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ, হাটে ব্যবসায়ীদের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয় জোড়াগেট পশুর হাটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কেএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। সিসি ক্যামেরার মাধ্যমে হাট এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যগণ ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং সাদা পোষাকে দায়িত্ব পালন করবেন। অপরাধের আশংকা অবদমনের লক্ষ্যে তারা অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করবে।
সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরে আলম জানান জোড়াগেট পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজনে বিভিন্ন সংস্থার মাঝে সমন্বয় সাধনের মাধ্যমে অতীতের মত ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাট সাফল্যমন্ডিত করতে হবে।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। পশুর হাট পরিচালনার ক্ষেত্রেও যেন তার ব্যত্যয় না ঘটে। ঈদ-উল-আযহা প্রাক্কালে নগরবাসী যাতে কেসিসি’র সকল প্রকার সেবা পায় সে দিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জোড়াগেট পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের অধিকতর সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগরীর শহীদ হাদিস পার্কস্থ পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, বাজেট কাম একাউন্টস অফিসার কে এম মুশতাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, সমাজসেবক শফিকুল আলম তুহিন, আব্দুল গফফার মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।
(2)