খুলনা প্রেস ক্লাবের ইফতার মাহফিল আগামী ২৫ মার্চ শনিবার ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। আজ শনিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় চলতি বছরে ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
(3)