ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মো: সেলিম ও মোঃ আব্দুল হালিম, ক্লাব সদস্য আলমগীর হান্নান, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন, মোহাম্মদ মিলন, শেখ জাহিদুল ইসলাম, অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, মো. জাকারিয়া হোসেন তুষার, মিলন হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
(0)