খানজাহান আলী থানা প্রতিনিধিঃ বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত। আজ সোমবার সকাল ৯টায় বিআরটিএ খুলনা সার্কেলের স্মার্ট সেবা এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক মো. মাসুদ আলম।
খুলনা বিআরটিএ সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, কেএমপি খুলনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার বিমল কৃষ্ণ মল্লিক, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। এ সময় বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের কর্মকর্তা, খুলনা সিভিল সার্জনের প্রতিনিধি, স্মার্ট সেবা গ্রহীতা গ্রাহক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
উদ্বোধন অনুষ্ঠানে খুলনা বিআরটিএ সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো এখন একবারই আসবেন ড্রাইভিং লাইসেন্স প্রার্থী। একদিনে লাইসেন্সপ্রার্থী ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবেন এবং একই দিনে বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে করে গ্রাহক সেবার মান বাড়বে কমে যাবে অবৈধ লেনদেন ও দূর্নীতি। বায়োমেট্রিক একবারের জন্য নেওয়া হবে কিন্তু যিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করবেন তিনি অনলাইনে ফি জমা দিবেন। পরবর্তিতে লাইসেন্সপ্রার্থীর সকল প্রসেসিং সম্পন্ন হয়ে কার্ডটি প্রিন্ট হয়ে অল্প সময়ে ডাকযোগে গ্রাহকের বাসায় পৌছে যাবে।
(2)