তিনি বৃহস্পতিবার সকালে জোড়াগেট পশুর হাট সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পশুর হাটের সকল প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, কঞ্জারভেন্সী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত উপস্থিত ছিলেন।
পরে তিনি নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বড় বাজার-জোড়াগেট রোড, মুজগুন্নী মহাসড়ক সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পদিরর্শন করেন। এ সময় কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(1)