বৈঠকে কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ এতদাঞ্চলের শিশুদের চিকিৎসা প্রদানে খুলনা শিশু হাসপাতালের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং শিশুদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গণমানুষের আস্থা অর্জন করেছে বলে উল্লেখ করেন। তিনি কেসিসি’র ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের এ হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ ব্যয় মওকুফের জন্য সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজানের নিকট প্রস্তাবনা পেশ করেন। সংসদ সদস্য ভারপ্রাপ্ত মেয়রের প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান শিশু হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও ড্রেনের ওপর স্লাব নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ সহ বেশ কেছিু সমস্যা ভারপ্রাপ্ত মেয়রের নিকট তুলে ধরেন। ভারপ্রাপ্ত মেয়র দ্রুততম সময়ে সম্ভব্য কাজগুলি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ কামরুজ্জামান, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, মোঃ জাহিদ হোসেন শেখ, বিশিষ্ট সমাজসেবক এমডিএ বাবুল রানা, ফেরদাউসুর রহমান লাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
(9)