সভার শুরুতে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনা ও মিনায় পাথর নিক্ষেপের সময় হাজীদের মৃত্যু এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার শিবপুরে সড়ক দুর্ঘটনায় মহানগরীর একই পরিবারের ৬ জনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ।
সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে ময়ূর নদী কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নগরীর খালিশপুর এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি কলেজিয়েট স্কুল ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একটি মেটারনিটি হাসপাতাল নির্মাণ, অতি বৃষ্টির কারণে নগরীর ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহ সংস্কার ও পুন:নির্মাণ, নতুন বাজার এলাকায় এলজিইডি কর্তৃক নির্মিত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কেসিসি’র অনুকূলে গ্রহণ, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে খুলনা মহানগরী এলাকার পূজা মন্ডপসমূহে অনুদান প্রদান সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নগরীর পরিবেশ উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন বিবেচনা করে প্রকল্প গ্রহণ করতে হবে। ময়ূর নদী কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে ওই এলাকায় নতুন নতুন শিল্প ইউনিট গড়ে উঠবে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(0)