সভায় ২০১৫-১৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে ১২ লক্ষ টাকা হারে বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেন থেকে পেড়ীমাটি উত্তোলন সহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, নগরবাসীকে অধিকতর নাগরিক সেবা প্রদান এবং ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে নান্দনিক শহরে পরিণত করতে চাই। তিনি বলেন, কেসিসি’র সকল বিভাগের কার্যক্রম গতিশীল করা হয়েছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার এবং দ্রুত মশক নিধনের ব্যবস্থা নেয়া হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(0)