সভার শুরুতে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাবেক সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, প্রবীন সাংবাদিক দেবু দত্ত ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার সাবেক গোপন সহকারী মোঃ মঞ্জুর হোসেন খান-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া সভায় মশক নিধনকল্পে প্রয়োজনীয় লার্ভিসাইড ও ৩৫টি হ্যান্ড স্প্রে মেশিন ক্রয়, বর্ষা মওসুমে নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে বিশেষ ব্যবস্থায় বড় বড় নর্দমার পেড়িমাটি উত্তোলন, শীতার্ত মানুষের সাহায্যার্থে কম্বল বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে কেসিসি’কে ‘ক’ অঞ্চল ও ‘খ’ অঞ্চলে ভাগ করে ২টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন, ঢাকায় কেসিসি’র লিয়াজো অফিস স্থাপন, পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ রাতের বেলা সম্পন্ন করা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, নগরবাসীর চাহিদার আলোকে নাগরিক সেবা প্রদানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মিলিতভাবে এ প্রয়াস অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, নগরবাসীর সুবিধার্থে নগরীর পরিস্কার পরিচ্ছন্নতার কাজ রাতের বেলায় সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এসটিএস, স্যানিটারী ল্যান্ডফিল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
(0)