খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শুক্রবার পাঠ্যবই বিতরণ উৎসব পালিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।
উদ্বোধনকালে ভারপ্রাপ্ত মেয়র বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। এ জন্য শিক্ষিত জাতি গঠন করতে হবে। এ লক্ষ্য বাস্তাবায়নে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়েছে। তিনি শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোযোগী থেকে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভারপ্রাপ্ত মেয়র শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেয়া এবং বই উৎসবে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করার সরকারি উদ্যোগের প্রশংসা করেন।
সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদ-খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর, কেসিসি’র কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ।
বেলা সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে
দুপুর ১২টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ কেসিসি পরিচালিত সিটি গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ-খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম।
(5)