খুলনা মহানগীর সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের বিভাজনের গাছ কাটার প্রতিবাদে এবং কর্তনকৃত স্থানে পুনরায় গাছ লাগানোর দাবিতে খুলনার নতুন রাস্তার মোড়ে কর্তনকৃত এলাকায় ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সঞ্চালনায় উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়। যে গাছ পাখীদের আবাস দেয়। সেই গাছ কেটে শহরের সৌন্দর্যবর্ধন বা উন্নয়ন কোনটাই হতে পারে না। দেশীয় গাছ উজাড় করে বিদেশী ঝোপ-ঝাড়, ঝাউ গাছ একদিকে যেমন আমার দেশীয় পরিচয়কে ক্ষুন্ন করছে অন্যদিকে আমাদেরকে গাছের ছায়া থেকে, অক্সিজেন থেকে বঞ্চিত করছে। উপস্থিত প্রতিনিধিরা খুলনা সিটি কর্পোরেশনের এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডকে উন্নয়নের নামে অর্থ অপচয় আখ্যায়িক করে জরুরী ভাবে সৌন্দর্য বর্ধনের নামে সড়ক বিভাজকের বিদ্যমান দেশীয় গাছ কাটা বন্ধের দাবি জানান এবং কারো পরামর্শ ছাড়াই প্রায় আধা কিলোমিটারের গাছ কেটে ফেলার প্রতিবাদ জানান। একই সাথে পুনরায় সেখানে দেশীয় গাছ লাগানোর দাবি জানান।
বক্তারা তাদের বক্তব্যে খুলনাকে সবুজায়ন ও পরিবেশ-প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে খুলনার মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজকের বিদ্যমান সকল গাছসহ অন্যান্য সড়ক বিভাজকের গাছ কাটা বন্ধের দাবি জানান।
অবস্থান কর্মসূচি ও সমাবেশে একাত্বতা প্রকাশ করে এএলআরডি, নিজেরা করি, টিআইবি, বেলা, বাপা, সচেতন নাগরিক কমিটি (সনাক), সুশাসনের জন্য নাগরিক (সুজন), পরিবেশ সুরক্ষা মঞ্চ, পরিবর্তন-খুলনা, নাগরিক ফোরাম, আইআরভি, ক্লীন, ছায়াবৃক্ষ, হিউম্যানিটি ওয়াচ।
উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান বাবু, নাগরিক নেতা এস এম চন্দন, উন্নয়ন সংগঠক নাজমুল আযম ডেভিড, টিআইবি’র আঞ্চলিক ব্যাবস্থাপব আব্দুল্লাহ আল মামুন, সুজনের ডাঃ মোসাদ্দেক আলী বাবলু, নাগরিক ফোরামের আসিফ ইকবাল, মানবাধিকার সংগঠক শরিফুল ইসলাম সেলিম, আইআরভি’র মেরিনা যুথী, নিজেরা করি’র নাসরিন আক্তার, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, শিশু সংগঠক অশোক মন্ডল প্রমূখ।
(4)