খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য এড. শেখ মোঃ নূরুল হকের নামে তালার কুমিরা কলেজের প্রভাষক আব্দুল গফুর মোড়ল কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, ঐক্য পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, গুরুদাশ রায়, প্রণব কান্তি মন্ডল, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, কৌস্তভ রঞ্জন সানা, সুকৃতি মোহন সরকার, এড. পিযুষ কান্তি সরকার, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, শংকর দেবনাথ, তপন বাইন, এড. সমীর বিশ্বাস, এড. প্রধীশ হালদার, ইউনিয়ন সভাপতি/সাধারন সম্পাদক যথাক্রমে বিধান ভদ্র, জগদীশ দে, ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, নিরাপদ সরকার, মনজিত মন্ডল, পঞ্চানন সানা, বিমল কৃষ্ণ সরকার, সুবোধ বাছাড়, কনেক চন্দ্র সরদার, নির্মল চন্দ্র অধিকারী, আশিষ রায় চৌধুরী, অশোক অধিকারী, ব্রজেন ঘোষ, দেবব্রত মন্ডল, পবিত্র মন্ডল, অরবিন্দু মন্ডল, নিখিল কুমার মন্ডল, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, অখিল মন্ডল, প্রমথ রঞ্জন সানা, বিভাসেন্দু সরকার, দীপংকর মন্ডল, সুভাষ সানা (মহিম), মদন সাধু, কল্লোল মল্লিক, প্রজিত রায়, চিত্ত রঞ্জন বাছাড়, অসীম দাশ, সুভাষ মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, রবি শংকর, সেবানন্দ রায়, গৌতম রায়, কালিপদ মন্ডল, সঞ্জয় সরদার, ভবতোষ বাছাড়, শিবপদ মন্ডল, ধীরাজ মোহন বিশ্বাস, তৃণনাথ বাছাড়, সুব্রত কুমার সানা, প্রাণতোষ মন্ডল, বিপ্লব সাধু, প্রভাষ মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, মনতোষ কুমার মন্ডর, স্বপন কুমার মন্ডল প্রমুখ।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(5)