সিটি মেয়র শনিবার বিকেলে কেসিসি সুপার মার্কেট চত্বরে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি সুপার মার্কেট ক্রীড়া সংস্থা এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।
তিনি আরো বলেন, খেলাধুলা আমাদেরকে সুসংগঠিত হতে শেখায়। তিনি আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, সমাজের কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের অবদান রাখতে হবে। বৃক্ষরোপন, দরিদ্রদের সহায়তা এবং দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহযোগিতা প্রদান সহ সমাজের বিভিন্ন ভালো কাজের উদ্যোগ নিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
কেসিসি সুপার মার্কেট ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ হাফিজ আল আসাদ জুয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস, সংস্থার প্রধান উপদেষ্টা জামিরুল হুদা জহর, উপদেষ্টা এ্যাড. সুজিত কুমার অধিকারী, আকতারুজ্জামান বাবু ও গোপাল চন্দ্র সাহা। স্বাগত বক্তৃতা করেন সংস্থার প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ বাবু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম রুবেল।
অনুষ্ঠানে সিটি মেয়র ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
(0)