পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় গাঁজা সেবনে বাধা প্রদান করায় মাদরাসা কর্মচারীকে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে মাদকসেবী দুই যুবক। স্থানীয় লোকজন আহত কর্মচারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন হাবিবনগর সিনিয়র মাদরাসার অফিস সহকারী মোঃ আব্দুল লতিফ (৩০) জানান, ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে আমি আমার ৭ মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে মাদরাসায় যায়।
এসময় দেখি স্থানীয় দুই যুবক মাদরাসার অফিসের সামনে গাজা সেবন করছে। আমি তাদেরকে নিষেধ করলে তারা আমার উপর চড়াও হয়ে আমাকে এবং শিশু সন্তানকে বেদম মারপিট করে। এ সময় মাদরাসায় উপস্থিত সহ-সভাপতি সরদার আব্দুল জব্বার ও অন্যান্য লোকজন গিয়ে দুই যুবককে প্রতিহত করার চেষ্টা করে।
পরে স্থানীয় লোকজন আহত মাদরাসা কর্মচারী লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ খবর পেয়ে হরিঢালী ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
(4)