দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন। শনিবার বিকাল ৪টার দিকে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের কর্মকর্তা হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফায়জুর রহমান।
(0)