শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিত খালী,পাশ্বেমারী, চাঁদনিমুখা ও গাংড়ামারী এলাকায় সুনাম ধন্য প্রতিষ্ঠান সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩২৫ দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। (১০ ডিসেম্বর ) শনিবার সকাল ১১টার সময় গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
দুঃস্থ অসহায় পরিবার শিতের সময় এই কম্বল পেয়ে খুশি হয়ে বলেন আমারা গাবুরার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি দুর্যোগ হলে, এমন কি আমাদের কাথা কম্বল যা থাকে সব ভাসিয়ে নিয়ে যায়। এর পরে শিতকাল আসলে কাথা, কম্বল না থাকায় খুব কষ্ট পাই আমারা তবে আপনাদের এই কম্বল পেয়ে শীতকালটা কাটাতে পারবো। ৯০উর্ধ বয়সী কুলসুম বিবি বলেন শীতকাল আসলে আমার ভয় করে কিভাবে আমি এ শীত কাটাবো তোমাগো দেওয়া কম্বল গায়ে দিয়ে বাঁচতে পারবান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইয়াছিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম।
আরও উপস্থিত ছিলেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ও গালর্স স্কুলের প্রিন্সিপাল শেখ মোঃ ইমরান আলী, দৈনিক খুলনার সিনিয়র রিপোর্টার আসাফুর রহমান কাজল, গাবুরা ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা বেগম সহ উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের মোঃ মোসলেম ফকির, মোঃ জিল্লুর রহমান, তানজির রহমান, ফিরোজ মাহমুদ সিদ্দিকী প্রমূখ।
(3)