উপকুল(শ্যামনগর)প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার দ্বীপবেষ্ঠিত ১২ নং গাবুরা ইউনিয়নের ফুটবল খেলাকে জনপ্রিয় করার লক্ষে ২৬ শে সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়ার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান শেখ আলমগীর কবির রানা “অমর স্মৃতি ফটবল একাডেমি” ২০২২ শুভ উদ্বোধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন কৃতি ফুটবলার মোঃ আক্তার হোসেন, ইউ পি সদস্য আবিয়ার রহমান, বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ। চকবারা ফুটবল একাডেমির পরিকালক ও সাবেক ফুটবলার মোল্লা ফরহাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন জিএম আকছেদুর রহমান, ফুটবলার লিটন হোসেন, শ্যামনগর একাডেমির সারাফাদ হোসেন ও ইমাম হোসেন প্রমূখ।
উপস্থিত সকলের উদ্দেশ্যে জাতীয় দলের কৃতি ফুটবলার আলমগীর কবির রানা বলেন, ফুটবল খেলাকে উপকুলীয় এলাকায় জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতা করবো আমার পক্ষ থেকে। আলমগীর কবির রানা এসময় সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহবান করেন।
তাছাড়া তিনি অমর স্মৃতি ফুটবল একাডেমির পাশে থাকার আসাস্থ প্রদান করেন।
(0)