মঙ্গলবার সকাল ১১টায় বর্তমান পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বও থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষক লীগের আহবায়ক মুন্সী এবাদুল ইসলাম, জেলা পরিষদ নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাবেক ভিপি হায়দার হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
(2)