আটককৃতরা হলেন খালিদ হাসান (২৮), রাকিবুল ইসলাম(২২), রিফাত হাসান (২০), শরিফুল ইসলাম (২২), শিবলী শেখ (২৪), আবু সাইদ (২৩), নাজমুল হাসান (২৫), লাবলু সরদার (২২) ও আজম (২১)। এদের সবার বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।
World Mission 21 Ltd নামে অবৈধ ভাবে MLM ব্যবসা পরিচালনার দায়ে তাদেরকে পুলিশ আটক করে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান। তিনি জানান, এরা ট্রেড লাইসেন্স বিহীন অবৈধ ভাবে MLM ব্যবসার নামে গোপালগঞ্জ জেলার প্রায় ৩০০ তরুণ-তরুণীকে কমিশনের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৭শ’ টাকা করে প্রায় ৮ লাখ টাকা আদায় করে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে প্রতারনার মামলা হয়েছে।
(43)