খানজাহান আলী থানা প্রতিনিধি: গোয়ালখালী বায়তুন নাজাত মহিলা মাদরাসার এক যুগপূর্তি উপলক্ষে র্যালি, আলোচনা সভা. দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিনটি পালন করেছেন। আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার একযুগ পুর্তিতে সকাল সাড়ে ৮টায় মাদ্রাসার প্রশাসনিক ভবন সম্মুখে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধি সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোয়ালখালী বাসষ্টান্ড, নেভী কলোনী, লেবুতলা, মজগুন্নীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসায় এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিটি অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগি খন্দকার আমিরুল ইসলাম। মাদ্রাসার সুপার মাও.কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, মাদ্রাসার সাবেক সুপার ও ফুলবাড়ীগেট আলহিরা মাদ্রাসার অধ্যক্ষ মো. এহসানুল হক, মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক সোহরাব মল্লিক, শেখ ইউসুফ হাসান ও সাহাবুদ্দিন সাবু। অনুষ্ঠানে মাদ্রসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানিজিং কমিটির সদস্যসহ সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
উল্লেখ্য ২০১০ সালের ২৩ এপ্রিল যাত্রা শুরু করা মাদ্রাসাটি ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। বর্তমানে প্রায় ৪৫০জন শিক্ষার্থী এবং ৩০জন শিক্ষক-কর্মচারী রয়েছে। মাদ্রাসায প্লে থেকে দাখিল পর্যন্ত পাঠদান করানো হয়, এর মধ্যে প্লে থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত বালক-বালিকা শাখা এবং ষষ্ট শ্রেনী থেকে দাখিল পর্যন্ত মহিলা শাখা চালু রয়েছে।
(12)